ডিএমপির ৬ থানার ওসিসহ ১১ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৬ থানার ওসিসহ ১১ কর্মকর্তাকে বদলি
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

১১ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ওসি মফিজুল ইসলামকে যাত্রাবাড়ী থানায়, ডিএমপির পিআরএন্ডএইচআরডি বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি, ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক মো. শাহীনুর রহমানকে কোতোয়ালি থানার ওসি, কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি, মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাতকে ডিএমপির অপরাধ বিভাগে, বংশাল থানার ওসি আবুল খায়েরকে ডিএমপির অপরাধ বিভাগে, গোয়েন্দা মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমানকে বংশাল থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক তদন্ত ও গেন্ডারিয়া থানার পরিদর্শক অপারেশন প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক অপারেশন হিসাবে বদলি করা হয়েছে।