ডেঙ্গুতে মারা গেলেন বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) রেসিডেন্ট ডা. আসাদ শিকদার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
ডা. আসাদ শিকদারের মৃত্যুর বিষয়টি তার সহকর্মী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) পালমোনলজির ফেইজ-বি’তে অধ্যয়নরত ডা. মুশফিক নেওয়াজ আহমেদ নিশ্চিত করে বলেন, আসাদ শিকদার মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে সকালে ভর্তি হয়েছিলেন। দুপুরে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যায়। সবশেষ তার প্লাটিলেট ছিল এক লাখ ১০ হাজার। পরে সন্ধ্যায় মারা যান তিনি।