ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দাবিতে ছাত্রলীগ সভাপতি জয় অবরুদ্ধ

কমিটির দাবিতে জয়কে অবরুদ্ধ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ, সায়েন্সল্যাব মোড় বন্ধ।
কমিটি ঘোষণার দাবিতে আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে বন্ধ হয়ে গেছে সায়েন্সল্যাব মোড়ের যানবাহন চলাচল।
রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ছাত্রদের সঙ্গে নেতাদের কোনো বিষয়ে সমস্যা হয়েছে।