দক্ষিণ সুরমায় লেগুনা মোটরসাইকেল সংঘর্ষ:আহত ২

সিলেট ব্যুরো।। দক্ষিণ সুরমায় লেগুনা ও মোটরসাইকেল সংঘর্ষে ২ আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেননগরীর তালতলাস্হ গ্রাফিক্স জোন অফসেট প্রেস এর ম্যানেজার দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের মরহুম আব্দুল্লার পুত্র মকবুল আলী (৪০) ও একই এলাকার মাছির আহমদ এর পুত্র ছালেক আহমদ (৬০)।
স্হানীয় সুত্রে জানা যায়, ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সিলেট - ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক হাবিবুর রহমান চত্তর এর কাছে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর থেকে সিলেট অভিমুখী মোটরসাইকেল আরোহী মকবুল আলীর সাথে বিপরীতমূখি লেগুনার সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুমড়ে-মুষড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুই যাত্রী মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।