দিনে রিকশা চালিয়ে টার্গেট, রাতে তালা ভেঙে চুরি

দিনে রিকশা চালিয়ে টার্গেট, রাতে তালা ভেঙে চুরি
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।ব্যাটারি চালিত অটোরিকশা চালকবেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত চক্রের সদস্যরা। এরপর টার্গেটকৃত বাড়ির গ্যারেজ থেকে রাত্রিবেলা পার্কিং করে রাখা মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যেত চোর চক্রের সদস্যরা। এভাবে চক্রটি গত ১০ বছরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অন্তত পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে।
চক্রটির নেতৃত্ব দেন  মাদারীপুর জেলার শিবচর উপজেলার বেলদারহাট গ্রামের মো. সুবহান বেপারীর  ছেলে জসিম ওরফে সোহাগ (৩৫)।
সম্প্রতি রাজধানীর মিরপুর থানার পাইকপাড়া বটতলা এলাকার একটি বাড়ি থেকে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ। 
গত শনিবার  (১৪ জানুয়ারি) মধ্যরাতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার মহজনপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা জসিম ওরফে সোহাগকে গ্রেফতার  করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবারও অভিযান চালানো হয়। অভিযানে জসিমের চার সহযোগীকে গ্রেফতার  করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জসিমের অন্যতম সহযোগী মো. হারুন (২৮), আশিক বিশ্বাস (১৯), মো. রাজীব (২০) ও মো. মহসীন(২০)।
তাদের সবার বাড়ি আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায়।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের তিনটি ব্রিফিং উদ্ধার করা হয়। 
মঙ্গলবার (১৭ জানুয়ারি)  দুপুরে রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এ তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন। 
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চালক ছদ্মবেশে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার  করা হয়েছে। 
সম্প্রতি দুটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তে  নেমে সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্ধর্ষ এই চোর চক্রের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা জসিমকে গ্রেফতার  করা হয়।  
মিরপুর বিভাগের ডিসি আরও বলেন,  জসিম ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর। গত ১০ বছরে জসিম ও তার চক্রের সদস্যরা পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে। তার বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে।  তিন দিনের পুলিশ রিমান্ডে  জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) নারায়নগঞ্জ'র আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজারের হারুনের গ্যারেজ থেকে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 
১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি;
জসিম মোটরসাইকেল চুরি শুরু করেন ২০১৩ সাল থেকে। তার ভায়রা ভাই শাহ আলমের হাত ধরে মোটরসাইকেল চুরিতে হাত পাকায় সে। পরে জসিম নিজেই গ্রুপ তৈরি করে।  বর্তমানে ৭ জন থাকলেও তার গ্রুপে মোট ২০ জন কাজ করে। পুরো ঢাকা শহরেই তারা চুরি  করে। গত ১০ বছরে ঢাকা শহরে তার গ্রুপ পাঁচ শতাধিক চুরি করেছে। 
ঢাকার বিভিন্ন থানায় ডজন মামলা;  জসিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার  হয়ে সে ১০ বারের বেশি কারাগারে গেছে। সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কারাগার থেকে ছাড়া পায় সে । জেল থেকে বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেফতার  হয় জসিম। 
চার ভাই অপরাধ জগতে;  জসিমের বাবা সুবহান ব্যাপারী পেশায় কৃষক। মাদারীপুর জেলার বেলদারহাট গ্রামের বাড়িতে কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার চার ছেলেরা সবাই অপরাধ জগতে বেপরোয়া। জসিম এর বড়ভাই ডাকাত হানিফ ২০১৮ সালে এবং তার ছোট ভাই ডাকাত ইয়াসিন ২০১৪ সালে ক্রসফায়ারে নিহত হয়। জীবিত দুই ভাইয়ো দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত। 
এক প্রশ্নের জবাবে ডিসি জসিম উদ্দিন বলেন, চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে বিক্রি করত। যে সব এলাকায় মোটরসাইকেল চালাতে কাগজ লাগনে সে সকল এলাকায় বিক্রি করলে ধরা পরত না। অনেক সময় চক্রের সদস্যরা মোটরসাইকেলের যন্ত্রপাতি খুলেও বিক্রি করত।