দেবীগঞ্জে আনসার ও ভিডিপির আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি।

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক।।সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি এর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২২ অনুষ্ঠিত।
আজ ২৬ অক্টোবর রোজ বুধবার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ম্যানেজার মোঃ মহতাসিম বিল্লা দেবীগঞ্জ, পঞ্চগড়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা দলনেত্রীগণ বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২২ পালন করছে। এরই ধারাবাহিকতায় দেবীগঞ্জ উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ আমাদের প্রকৃত বন্ধু।তাই সবাইকে বেশি বেশি করে গাছ রোপণ করার আহ্বান জানান তিনি।