দেবীগঞ্জে বাড়ির মধ্যে মাটির নিচে ব্যাগ ভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার:গ্ৰেপ্তার ১

দেবীগঞ্জে বাড়ির মধ্যে মাটির নিচে ব্যাগ ভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার:গ্ৰেপ্তার ১
ছবি: সংগৃহীত

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক।।পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ ও দেবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে পাচারের সময় ৪ টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ১৯ অক্টোবর বিকালে  দেবীগঞ্জ উপজেলার ০৯ নং দেবীডুবা ইউনিয়নের  ডাঙ্গা পাড়া গ্ৰামে রিয়াজুলের বাসা থেকে মানুষের  কঙ্কাল পাচার  করা হবে  এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল হোসেনর নির্দেশে উপপরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 
প্রথমে দেবীগঞ্জ থানার পুলিশ রিয়াজুলের বাড়ি ঘিরে রাখে। পরে সন্ধ্যায়  পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রিয়াজুলের  ঘরের মেঝেতে কঙ্কাল পুঁতে রাখার চেষ্টাকালে একটি ব্যাগের ভেতর থেকে  ৪ টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুলের স্ত্রী মোছাঃ কমলা বেগম ৪০ কে গ্ৰেপ্তার করা হয়েছে।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, আমরা সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিয়াজুলের বাসায় মানুষের 
কঙ্কাল আছে যা আজ বিক্রি করা হবে। আমরা খবর পেয়ে বাসা ঘিরে ফেলি এবং জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় ব্যাগের ভেতর থেকে ৪ টি কঙ্কাল উদ্ধার করা হয় । এটি মূলত জেলা গোয়েন্দা পুলিশ ও দেবীগঞ্জ থানার যৌথ অভিযানে পরিচালিত হয়। 
দেবীগঞ্জ থানার  পরিদর্শক (তদন্ত) রনজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কঙ্কাল উদ্ধারের ঘটনায় একজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।