দেবীগঞ্জে বিদেশী পিস্তল সহ ২ তক্ষক ব্যবসায়ী আটক

দেবীগঞ্জে বিদেশী পিস্তল সহ ২ তক্ষক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক।।দেবীগঞ্জে বিদেশী পিস্তল ও বুলেট সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় গত ১৩ তারিখ রবিবার রাত অনুমান ১০ টার সময় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ ও এএসআই ইয়াকুব জানতে পারে যে, দুইজন অপরিচিত ব্যক্তি গাজকাঠি এলাকায় একটি পিস্তল সহ ঘোরাফেরা করছে। আরো জানা যায় যে, ঐদিনই রাত্রীবেলায় দেবীগঞ্জ বাজার হতে নাবিল পরিবহনে করে তারা কোথাও যাবে৷

উক্ত খবর পাওয়া মাত্রই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কে অবগত  করে এসআই হাফিজ হায়দার, এসআই আঃ রাজ্জাক, এসআই ইয়াকুব আলী এসআই মোঃ হোসেন,  এএসআই ইয়াকুব ও এএসআই সুজন দেবনাথ  গাড়ী ছাড়ার পূর্ব হতেই নাবিল পরিবহনকে নজরদারিতে রাখে। গাড়ী ছাড়ার পরপরই রাস্তায় ওৎ পেতে থাকা পুলিশের দলটি গাড়ীটিকে আটক করে বিধি সম্মতভাবে গাড়ীতে থাকা সকল যাত্রীদেরকে তল্লাশি করে।

এ সময় মাসুম কামাল মাসুম(৬৫) এবং আহসান হাবিব(৪০) নামের দুইজন যাত্রীর (যারা একসাথেই এসেছিলেন)  মধ্যে মাসুম কামাল নামক ব্যক্তির নিকট একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ০৮ রাউন্ড গুলি ও একটি ধারালো বিদেশী ছোড়া উদ্ধার করা হয়। ব্যাক্তি দুইজনকে আটক করা হয়। তারা অস্ত্রটির লাইসেন্স আছে জানালেও উক্ত লাইসেন্স এর কাগজের সাথে অস্ত্রের নম্বরের কোন মিল পাওয়া যায় নি। এছাড়াও পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদসহ মোবাইল ফোন পরীক্ষা  করে তারা হনুমানি পয়সা বা তক্ষক ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত মর্মে তথ্য পাওয়া যায়।

দেবীগঞ্জ থানা পুলিশ আরো জানায়, মাসুম নামক ব্যক্তির বিরুদ্ধে বগুড়ায় ২০১২ সালের একটি চাঁদাবাজির মামলা রয়েছে মর্মে  তথ্য পাওয়া গিয়েছে । তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।