দেবীগঞ্জে বিলুপ্ত প্রায় প্রাণী তক্ষকসহ ৪ প্রতারক গ্রেফতার 

দেবীগঞ্জে বিলুপ্ত প্রায় প্রাণী তক্ষকসহ ৪ প্রতারক গ্রেফতার 
ছবি: সংগৃহীত

লিটন প্রধান, নিজস্ব প্রতিবেদক।।পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিলুপ্ত প্রজাতির প্রানী তক্ষকসহ ৪ প্রতারক গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রেজাউল করিম (৪০) পিতা মৃত লালু সাং পূর্ব শুকানপুকুরি ঠাকুরগাঁও, মোঃ আহম্মাদ হোসেন (৩৪) পিতা আব্দুল বাসেদ সাং রাজারহাট পামুলী, শ্রী দেবারুচন্দ্র (৩৫) পিতা সোমারু সাং বদেশ্বরী মনিপাড়া বোদা উপজেলা  এবং রফিকুল ইসলাম (৪০) পিতা মৃত আকাজ উদ্দিন বড়শশী সেনপাড়া , উপজেলা বোদা। এছাড়া ঘটনাস্থল থেকে আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।

১৮ নভেম্বর শুক্রবার রাত আট টায় দেবীগঞ্জ থানা এলাকা থেকে উক্ত প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  রঞ্জু আহমেদ নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সুত্রে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তক্ষক প্রাণী সহ প্রতারক চক্রের চারজন সদস্যকে আটক করেন দেবীগঞ্জ থানা পুলিশ। এই তক্ষক প্রাণী দিয়ে প্রতারক চক্রটি নিরীহ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় বলে জানা যায়।

 তিনি আরও জানান আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।