নর্দান বিশ্ববিদ্যালয়ে ল সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এনভায়রনমেন্ট ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক।।নর্দান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের ল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাব-এর পৃষ্ঠপোষকতায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় প্রো ভিসি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, এবং আইন বিভাগের অধ্যাপক অ্যাডভোকেট আকরামুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মাওলা, নিয়াজ মাহমুদ, শিহাব উদ্দিন আহমেদ, এবং আইন বিভাগের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্দান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম ,ক্লাবের উপদেষ্টা এডভোকেট আকরামুল ইসলাম, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ক্লাবের আহবায়ক আসমাউল হুসনা প্রভি ।
এডভোকেট আকরামুল ইসলাম বলেন,
এই ক্লাব বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে নিবেদিত আলোকিত মানুষদের দেশপ্রেম ও কল্যাণকর কাজের একটি মিলনমঞ্চ। ছাত্রদেরকে উৎসাহিত করে তিনি আরো বলেন, বর্তমানে পরিবেশ রক্ষার চাইতে পরিবেশ নষ্ট করার প্রতিযোগিতা চলতেছে বেশি। তোমরা তরুণরা পরিবেশ ও সমাজ রক্ষার জন্য যে মহৎ উদ্যোগ নিয়েছো একদিন তোমাদের হাত ধরেই সুস্থ পরিবেশ ও সমাজ তৈরি হবে।
বক্তব্য শেষে বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেয়া হয় , প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খাদিজা ইসলাম দ্বিতীয় স্থান মাসুদা আঞ্জুম জেবা তৃতীয় স্থান হৃদয়।
ক্লাবটির লোগোযুক্ত টি শার্ট এর মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য, ক্লাবটির প্রতিষ্ঠালগ্ন থেকে আইন বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে ।পরিবেশবান্ধব ,বৃক্ষরোপণ ও বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি এবং সকল শিক্ষার্থীদের কে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
ক্লাবটি সদস্যরা দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের সকল সদস্য ও পরিচালনা পরিষদ।