নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকা থেকে একজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৩। গতকাল রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বাসস্ট্যান্ড, রোড নং-০১, এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সালমান মিয়া বয়স ২৩।
গ্রেফতারের বিষয়টি সোমবার ১২ ডিসেম্বর নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ সে নারীদের ছবি ব্যবহার করে ফেইক ইডিটের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র প্রস্তুত করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার পর তা ছড়িয়ে দিয়ে সাইবার অপরাধ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।