নীলফামারীর সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসি পঙ্কজ ঘোষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীর সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসি পঙ্কজ ঘোষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। নীলফামারী জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে ডিসি পঙ্কজ ঘোষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাছে নীলফামারী জেলার সার্বিক উন্নয়নে পরামর্শ চাইলে, জেলার সাংবাদিকরা কৃষি, উত্তরা ইপিজেড, বিমানবন্দর,রেলওয়ে,যানজট, মাদক, জুয়া, জমি সংক্রান্ত জালিয়াত চক্র, ইকোপার্ক, ডিসি গার্ডেন, সরকারি ষ্টাফ কোয়ার্টার, শিক্ষা, স্বাস্থ্য, পাথর, বালু মহাল ইত্যাদি বিষয়ে তুলে ধরেন।

উল্লেখিত বিষয়ে দ্রুত সময়ে সমাধানের কথা বলেন নতুন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ।

পরে জেলা প্রশাসক বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কিত একটি স্বারক ব্যাজ উপস্থিত সকল সাংবাদিকদের উপহার প্রদান করেন এবং ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্ত করেন।