পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু। নিহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম স্ত্রী
আফরোজা বেগম (৪৮) ও ছেলে মিশু(২৬)। নিহত দুজনের বাড়ি বোদা উপজেলার সদর ইউনিয়নের সন্ত্রুরা পুকুরি এলাকায়।
ঘটনাটি ঘটেছে ময়দানদিঘী ইউনিয়নের লালদীঘির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে ঢাকা ও পঞ্চগড় মহাসড়কে। পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়ি হতে রাত ৮টায় দিকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। নাতনির অসুখ দেখতে মেয়ে জামাইয়ের বাসায় । পথিমধ্যে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে যাচ্ছিলেন মা ও ছেলে। এ সময় অপরদিক থেকে আসা একটি নৈশ্য কোচ ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্য ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।