পঞ্চগড়ের দেবীগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক।।পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, দুস্থ ও ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে ১নং চিলহাটি ইউনিয়ন আসকের সভাপতি মোঃ আজম উল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আইন সহায়তা ফাউন্ডেশন এর সভাপতি এ. বি. এম আশাদুল আলম প্রধান (লিটন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগ চিলহাটি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম, দেবীগঞ্জ উপজেলা আইন সহায়তা ফাউন্ডেশন এর
মোঃ আব্দুর রাজ্জাক, দেবীগঞ্জ উপজেলা আইন সহায়তা ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ আলিম আল রাজী (বাপ্পি) সহ প্রমুখ।
এসময় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মানবাধিকার কর্মীরা বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা ফাউন্ডেশন এমন একটি সংগঠন, যা সর্বদা নিরহ, বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে দাড়ায়।
বাল্যবিবাহ, বহুবিবাহ সহ সকল আইনি সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।