পঞ্চগড়ে নৌকাডুবির ৪৭ দিন পর নিখোঁজ শিশুর বিচ্ছিন্ন কংকাল উদ্ধার

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক।। পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া আউলিয়ার ঘাটে বালু উত্তোলন করতে গিয়ে আরোও একটি খন্ডিত কঙ্কাল পাওয়া গেছে।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম শামীম জানান, পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী (৪) আজ ১১ নভেম্বর শুক্রবার আনুমানিক ০২ ঘটিকার সময় পাওয়া যায়।
জেলা প্রশাসন মৃতদেহটি সৎকারের জন্য পরিবারকে তাৎক্ষণিক বিশ হাজার টাকা প্রদান করেন। এ নিয়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জন।
আরও নিখোঁজ এক জন হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন (৬৫)।
গত ২৫ সেপ্টেম্বর মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাটে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। শ্যালো ইঞ্জিনচালিত ওই নৌকায় করে শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
এঘটনায় নিখোঁজের সংখ্যা ছিলো ৭২ জন। এর মধ্যে টানা কয়েকদিন উদ্ধার অভিযান চালিয়ে ৬৯ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। গত দুই দিন আগে একটি লাশ পাওয়া যায়। আজ আরেকজনের লাশ উদ্ধার হলো। ওই ঘটনায় এখনো এক জন নিখোঁজ রয়েছে।