পিরোজপুরে রস বিক্রি করছে জায়েদ খান

বিনোদন ডেস্ক।। চিত্রনায়ক জায়েদ খান তাঁর ফেইজবুক পেইজে গ্রামের রস বিক্রেতার বেশে একটি ছবি পোস্ট করেন। সেখানে উল্লেখ করেন, খেজুরের রস লাগবে কার কার'
ফেইজবুকের এই পোস্ট ঘিরে ভক্তদের দেখা যায় ব্যাপক আগ্রহ। পোস্টে মন্তব্য জানিয়েছেন অনেকেই।
আসলে তার চলমান সিনেমার শ্যুটিং এর একটি দৃশ্য থেকে ধারণ করা হয় ছবিটি। সিনেমাটির নাম সোনার চর। এই সিনেমার অংশ চিত্রায়ণ হয় জায়েদ খানের বাড়ি পিরোজপুরের একটি গ্রামে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদ নিজেই জানিয়েছেন।
এর আগে সেখানে তিনি এক ফেইজবুক পোস্টে লিখেছেন, “নিজের প্রাণের শহর, পিরোজপুরে এসেছি, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এটা আমার জন্মস্থান পিরোজপুর দ্বিতীয় কোনো চলচ্চিত্রের শুটিং। এর আগে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিং করেছি এখানে। সবাই দোয়া করবেন।”
সোনার চর’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।