প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল
ছবি সংগৃহিত

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক, মানবতার মা’ জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ তুলশীরাম সড়ক মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারন সম্পাদক মোহসিনুল হক, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী।