পল্লবীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার বাংলা অনিক সহ গ্রেফতার ৫

পল্লবীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার বাংলা অনিক সহ গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।। রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের” লিডার মোঃ হাসিবুল হাসান ওরফে বাংলা অনিকসহ ০৫ জন সদস্য’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

 গ্রেফতারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‍্যাব ৪। 

র‍্যাব জানায়,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা  রাজধানীর পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের লিডার মোঃ হাসিবুল হাসান ওরফে অনিক ওরফে বাংলা অনিকসহ ১২/১৫ জন সদস্য সংঘবদ্ধভাবে বেশকয়েকদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর ২০২২ তারিখ রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ইষ্টার্ন হাউজিং এর একটি অস্থায়ী গ্যারেজের পিছনে অভিযান পরিচালনা করে ০১ টি চাকু, ০১ টি ছুরি, ০২ টি চাপাতি, ০৬ টি মোবাইল, ১০ টি সীম কার্ডসহ  মোঃ হাসিবুল হাসান ওরফে অনিক ওরফে বাংলা অনিক (২৬)  মোঃ বাহাদুর (৩০), মোঃ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (২৬), মোঃ আরিফুল ইসলাম ওরফে অপি (২৬),  মোঃ অহিদুজ্জামান ওরফে অহিদুর জামান (২৪) নামের ০৫ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সকলে পল্লবী এলাকার বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের” সদস্য এবং আসামী মোঃ হাসিবুল হাসান ওরফে অনিক ওরফে বাংলা অনিক এই গ্রুপের লিডার। গ্রেফতারকৃত আসামী প্রত্যেকের নামে পল্লবী থানায় মারামারি, ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।