পল্লবীতে লিঙ্গ কর্তন ও শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত নারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।রাজধানীর ক্যান্টনমেন্ট থানা থেকে স্বামী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোছাঃ সালেহা খাতুন (শিউলী) কে বারনটেক এলাকা থেকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
মিরপুর জোনের উপকমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা এক প্রেস ব্রিফিং এ গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারণটেক থেকে সালেহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এড়াতে সালেহা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নাম পরিচয় লুকিয়ে ভিন্ন ভিন্ন পরিচয় প্রদান করতেন। কখনো শিলা আবার কখনো শিউলী পরিচয়ে চলাফেরা করতেন।
সালেহা বিগত ১০ বছর পূর্বে পরকিয়ায় আসক্ত হয়ে স্বামী মোঃ মহসিনকে বাসার মধ্যে লিঙ্গ কর্তন করে এবং শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে মহসিনের ভাই মজনু মিয়া পল্লবী থানা একটি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সালেহাকে মৃত্যু দন্ডের সাজা প্রদান করেন। সালেহা খাতুন (শিউলী) ওরফে মোসাঃ শিলা (৪৯), হত্যা মামলায় জামিনে বের হয়ে সাজা প্রদানের পর থেকে দীর্ঘ ০৫ বছর যাবৎ আত্মগোপন করে ছিল।