বাউফলে চাঁদা না দেয়ায় গুড়িয়ে দিয়েছে পাকা ভবন 

বাউফলে চাঁদা না দেয়ায় গুড়িয়ে দিয়েছে পাকা ভবন 
ছবি: সংগৃহীত

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে চাঁদার টাকা না পেয়ে মিজানুর রহমান স্বপন (৪২) নামের এক ব্যবসায়ির নির্মাণকৃত একটি পাকা ভবন ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। 

রবিবার দিবাগত রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নগরেরহাট এলাকায় মূল সড়কের পাশে এঘটনা ঘটে।

 এতে ওই প্রতিষ্ঠানের মালিকের ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ করেন।

ভবন মালিক মো. স্বপন সরদার অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের বটকাজল গ্রামের অবদুল খালেক ওরফে মধু মৃধার ছেলে আল আমিন (৩৫) ওরফে মধু আল আমিন একমাস আগে স্বপনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন আল আমিন। ঘটনার দিন রাত ৩টার দিকে আল আমিন তার লোকজন নিয়ে ভেকু মেশিন দিয়ে স্বপনের নির্মাণকৃত একটি একতালা ভবন (বিল্ডিং) ভেঙ্গে গুড়িয়ে দেয়। 

এসময় টের পেয়ে পাশের ভবনের এক ব্যক্তি ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থালে আসার আগেই ভবন গুড়িয়ে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান। 

স্বপন আরও বলেন, আল আমিনের বিরুদ্ধে হত্যাসহ ২৬টির বেশি মামলার চলমান রয়ছে।
পাশের ভবনে বসবাসকারী আবু হানিফ জানান, রাত সারে ৩টার দিকে তার স্ত্রী বাহিরে শব্দ শুনে তাকে ডেকে তুলেন। সামনের বারান্দায় গিয়ে দোকান ভাঙতে দেখে ডাক চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে । পরে সে ভয় পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশি সহায়তা চান। 

এব্যপারে অভিযুক্ত আল আমিন মুঠাফোনে বলেন, গত ইউপি নির্বাচনের পর থেকে আমি এলাকায় যাই না। ওখানে কি ঘটেছে সেটাও আমি জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যা।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।