বাউফলে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি

মো.ফোরকান, বাউফল, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমণি ইউনিয়নের রুহুল আমিন সিকদার নামের এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ।
বৃহষ্পতিবারয়( ৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। আজ শুক্রবার সকালে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, ঘটনার দিন দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন মুখোশধারী ডাকাতদল রুহুল আমিন সিকদারের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে ঘরের লোকজনদের জিম্মি করে আলমিরা ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
রুহুল আমিন সিকদার দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে নূরাইনপুর বাজারে গাড়ীর যন্ত্রাংশের ব্যবসা করছিলেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ চার্জ (ওসি) আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের চিহ্নিত করার জন্য পুলিশ তৎপর রয়েছে।