বাউফলে শিক্ষকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

বাউফলে শিক্ষকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার। 

আজ বুধবার দুপুরের দিকে ওই বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ (ভারপ্রাপ্ত), একাডেমিক সুপার ভাইজার নুরনবী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যগণসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। 

আয়োজিত সভায় প্রধান অতিথি ক্ষুদে শিক্ষার্থীদের আধুনিক ও যুগাপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকারর গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের জন্য শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন। 

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের সামনে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।