বাউফলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো.ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালী বাউফলের দৈনিক ভোরের কাগজের প্রকাশক, সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ১ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে সভায় বক্তারা দায়েরকৃত মানহানি মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, ভোরের কাগজের প্রতিনিধি অতুল চন্দ্র পাল, প্রথম আলোর প্রতিনিধি এ.বি.এম মিজানুর রহমান, জনতার প্রতিনিধি জহিরুলল হক ভূইয়া, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি দেলোয়ার হোসেন, নয়াদিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।