বাউফলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেঁরকাঠী-কালাইয়া সড়কে শনিবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় মোসাঃ হালিমন বিবি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত ওই নারী নাজিরপুর ইউনিয়নের রায় তাতেঁরকাঠী গ্রামের আবদুল বারেকের স্ত্রী।
জানা গেছে, তাতেঁরকাঠী-কালাইয়া সড়কের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের ওপর ওই নারী আহত হয়ে কাতরাচ্ছিলেন। এসময় বগা ডিগ্রী কলেজের শিক্ষক কচুয়া গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন তালুকদার ও স্থানীয় আবদুল বারেক হাওলাদার ওই সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় ওই নারীকে দেখতে পান। পরে তারা ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই রাত সাড়ে ৮টায় ধানদী বাজারেই ওই নারী মারা যান।
স্থানীয়দের ধারণা কোন মোটরসাইকেলের ধাক্কায় হালিমন বিবি আহত হয়েছেন।
মৃত নারীর ছোট ভাই মো. হারুন বলেন, তাঁর বোন মানসিক ভারসাম্যহীন। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন।