‘বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে’ কক্সবাজারে সেচ্ছাসেবক লীগের সভা

‘বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে’ কক্সবাজারে সেচ্ছাসেবক লীগের সভা
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার। ১০ ডিসেম্বর।।বিএনপির সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদেক ক্সবাজার শহরে লালদীঘির পাড়ে রাজপথে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে সেচ্ছাসেবক লীগ। 

শনিবার ( ১০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদা। 
এতে প্রধান অতিথি ছিলেন, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রহিম উদ্দিন। 
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন হাজারী, শহর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না, সদস্য এমইউপি আব্দুল্লাহ বিদ্যুৎ 
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল কবির খান, দপ্তর সম্পাদক রশিদুল হক রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল, পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক হেলাল সিকদার, খুরুশকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আকতার হোসেন ও সাইফুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নুরুল আজিম সহ সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও  সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন । 
সভায় বক্তারা বলেন, বলেন, 'আমরা আজকের সভার মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। 
আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে এই সমাবেশ।'
এরআগে সকাল ১০টা থেকে দলে দলে মিছিল নিয়ে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সভাস্থলে আসেন।