বগুড়ায় সম্রাট হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।। বগুড়ার শাজাহানপুর থানার চাঞ্চল্যকর সম্রাট হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি মোঃ সজিব হোসেন (২৭), পিতা- মৃত- আব্দুল মালেক, সাং- মাথাইল চাপর, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বগুড়া।
বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান সোমবার (২৫ জুলাই) রাত ৯:০৫ এর সময় শাজাহানপুর থানাধীন সাবরুল বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গত ২০২১ সালের ৩০ মে সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি সহ তার অপরাপর সহযোগীদের নিয়ে প্রকাশ্যে সাবরুল বাজারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নৃশংসভাবে ভিক্টিমকে হত্যা করে । উক্ত ঘটনায় শাহজাহানপুর থানায় ৩১ জুন ২০২১ তারিখে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৭।
নিহত শিহাব উদ্দিন সম্রাট বাবু শাজাহানপুর উপজেলার সাবরুল বাজারপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
এলাকায় আধিপত্য বিস্তার,চাঁদাবাজি ও সাবরুল বাজারে মৎস ব্যবসার আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
গ্রেফতারকৃত সজীবকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে