বিজ্ঞাপন নির্মাতা তানভীর মাহমুদ দীপ এর বিজ্ঞাপন এখন Ads of the World এ

বিনোদন ডেস্ক।।একের পর এক মনোমুগ্ধকর বিজ্ঞাপন নির্মাণ করে যাচ্ছেন এ সময়ের ব্যস্ততম বিজ্ঞাপন নির্মাতা তানভীর মাহমুদ দীপ।
এবার তার হাত ধরেই আমাদের দেশে বাবা দিবস উপলক্ষে তৈরি বিজ্ঞাপন জায়গা করে নিলো বিশ্বব্যাপী বিজ্ঞাপনের জন্য সমাদৃত অনলাইন প্লাটফর্ম 'Ads of the world' এর অফিসিয়াল ওয়েবসাইটে।
বিজ্ঞাপনটি ছিল হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার এর যা বিশ্ব বাবা দিবসে প্রকাশিত হয়।
সাম্প্রতিক বছরগুলিতে, বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পটি ফাদার্স ডে উদযাপনের প্রাক্কালে আগের তুলনায় অনেক বেশি নিয়মিত বিষয়বস্তু তৈরি করে চলেছে। বাংলাদেশে প্রায় ৪৪ লাখ অনাথ শিশু রয়েছে। ফাদার্স ডে 2022 -এ, ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার বাংলাদেশের নাগরিককে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপনটির লিংক https://www.adsoftheworld.com/campaigns/stand-by-44-lacs-orphans