নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। রাজধানীর বাড্ডা থেকে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণের মূলহোতা মো. তুহিন ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তুহিন ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় পলাতক আসামি।
রোববার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বাড্ডা থেকে অপহরণকারী মুলহোতা পলাতক আসামি মো. তুহিন ইসলামকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে এক কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তুহিন ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি। তিনি প্রতারণামূলক অপহরণের মূলহোতা ও পরিকল্পনাকারী। তিনি রাসুলবাগ গরম বাজার উত্তর বাড্ডা এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তার হেফাজত থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
মো.তুহিন ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।