বিদ্যালয়ে পৌঁছাতে শুরু করেছে নতুন বই

বাংলাদেশের বিভিন্ন জেলার উপজেলা সমুহে নতুন বই পৌঁছাতে শুরু করেছে। নতুন বছরের শুরুতে নতুন বই উৎসবের অপেক্ষার স্বপ্ন দেখছেন প্রাথমিক, মাধ্যামিক ও ইবতেদায়ী শ্রেণীর উত্তীর্ন হতে যাওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। বই ছাপাতে দারুন ব্যস্ত ছাপাখানা গুলো। ২৩ সালের নতুন পহেলা জানুয়ারিত নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়বে ।রঙিন মলাটের মধ্যে রঙিন ছবিসহ গল্প,ছড়া, কবিতা বন্দি হয়ে আছে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন। বছরের প্রধমদিনে নতুন বই হাতে সরিষার ক্ষেতের আইল ধরে নাচতে নাচতে ছুটে যাবার সময় গুনছে শিক্ষার্থীরা।
এরই মধ্যে নতুন বই প্রাক প্রাথমিক,প্রাথমিক , মাধ্যমিক ইবতেদায়ী শ্রেণীর বই জেলা সদরসহ সকল উপজেলাতে পোঁছাতে শুরু করেছে। নতুন বই বোঝাই ট্রাকে গুলো থেকে বই নামাতে ব্যাস্ত শ্রমিকরা। জেলা ও উপজেলা শিক্ষা অফিসাররা সে গুলোর তত্বাবধায়ন করছেন।
বগুলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হজরত আলী জানান, নতুন বই এসে পৌঁছাতে শুরু করেছে। তিনি জানান জেলায় ইতমধ্যে মাধ্যমিক শ্রেণীর ২০ দশমিক ৭৭ শতাংশ, এবতেদায়ী বই ৬১ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রসার দাখিল ১ দশমিক ৪৬ শতাংশ বই এসেছে। শিক্ষার্থীদের কাছে যথা সময়ে পৌঁছে যাবে।
এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী জানান, প্রাথমিক শ্রেণীর ২য় , তৃতীয় ও চতুর্থ কিছু বই এসেছে এবং আসা অব্যাহত আছে।