বিদ্যুৎ কখন আসবে, জানালেন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।। বিভিন্ন স্থানে বিদ্যুৎ চলে এসেছে। জাতীয় গ্রিডে সমস্যার কারনে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়ায় দুপুর দুইটা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের কয়েকটি বিভাগ।
বিদ্যুৎ কখন আসবে এ বিষয়ে জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ফেইজবুকের ভেরিফাইড পেইজে এক পোস্ট দিয়ে জানান, "জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড় একটি এলাকায় আজ দুপুর ২টা ৪মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। আকস্মিক এই সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
সবার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।"