বিদেশে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের হোতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। বিদেশে অবস্থানরত বাংলাদেশীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও দেশী- বিদেশী মূদ্রা পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার।
আবু ইউসুফ নামের এক ব্যক্তিকে গ্রীসে অপহরণের অভিযোগে সিআইডি, ঢাকা এর একটি বিশেষ টিম গত ০২ সেপ্টেম্বর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সাইফুর আকন (৩৭), পিতা-আব্দুল হক আকন স্থায়ী: (সাং-চর সেমাইল, ওয়ার্ড-০৪, ডিসি রোড), উপজেলা/থানা-শিবচর, জেলা-মাদারীপুর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।
সি আইডি জানায়, আবু ইউসুফ (২৬), গ্রীসে অবস্থানকালীন সময় অপহরণকারী চক্রের সদস্যরা তাকে অপহরণ করে ৭/৮দিন আটক রেখে বাংলাদেশে অবস্থানরত তার বড় ভাই সজল ইসলাম ও তার মা সালমা বেগম এর নিকট ৫ লক্ষ টাকা দাবি করে। দাবির প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই ও তার মা গত ২৮ নভেম্বর ২০১৯ তারিখে অপহরণকারীদের দেয়া ব্যাংক হিসাবে ৩,৭৫,০০০ (তিন লক্ষ পচাত্তর হাজার) টাকা মুক্তিপণ বাবদ প্রদান করে। মুক্তিপণের টাকা প্রদানের পরে ভিটিমের মা সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ প্রদান করিলে সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করে। বিষয়টি অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক সিআইডি সদরদপ্তরে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রেরণ করেন।
উক্ত প্রতিবেদনের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা অভিযুক্ত ব্যাংক হিসাবটির হিসাব বিবরণী নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানকালে অভিযুক্ত ব্যাংক হিসাবে মুক্তিপণের টাকা গ্রহণের সত্যতাসহ হিসাবটিতে বিভিন্ন সময়ে দেশি-বিদেশী মুদ্রা পাচারের ২৬,৫১,০০০ টাকা লেনদেন এর তথ্যসহ একটি চক্রের সন্ধান পাওয়ায় সূত্রোক্ত মামলাটি রুজু করে। যার প্রেক্ষিতে উপরোক্ত পলাতক সাইফুর আকনকে গ্রেফতার করা হয়।
ইতোমধ্যে মামলাটি তদন্ত শেষে আসামী সাইফুর আকন সহ ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জ শিট দাখিল করা হয়েছে।