নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মো. রনি হোসেন (৩৫)।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনার খবর পায় র্যাব। এতে র্যাবের একটি দল শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনি হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় রনির কাছ থেকে একটি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, একটি করে মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।