বারইয়ারহাট পৌর মেয়র গুলিবিদ্ধের ঘটনায় দু'জন গ্রেফতার

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ ৩ জন গুলিবিদ্ধের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শাকিল ও নুর আলম নামে ২ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
১৫ অক্টোবর শনিবার সকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়য়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনকে প্রধান আসামী করে সোনাগাজী মডেল থানায় এ মামলা করা হয়। মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করে বলেন, ফেনীর সোনাগাজী ও মীরসরাইয়ের সীমান্তবর্তী কলমি চর এলাকায় বালু তোলাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামী করে মোট ২০ জনের নামে মামলা হয়েছে সোনাগাজী মডেল থানায়। এ মামলায় ২ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।