বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল করতে ঝালকাঠিতে জেলা বিএনপির প্রচারপত্র বিতরণ

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি।। আগামী ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল করতে ঝালকাঠি শহর জুড়ে প্রচার পত্র বিতরণ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনএর নেতা কর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গণ সমাবেশ এর প্রচার পত্র বিলি করার সময় সাধারণ মানুষ ব্যাপক সারা দিয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছে।
এসময় ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কিবরিয়া তালুকদার, জেলা বিএনপির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য
নেতাকর্মী।
প্রচার পত্র বিলি শেষে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘জণগণ স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি
চায়। তাই আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গণ সমাবেশে ঝালকাঠি জেলা বিএনপি'র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ হাজার
হাজার জনতা অংশগ্রহণ করবে’।