বোরহানউদ্দিনে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন বেকারি ব্যবসা:স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা

মিলি সিকদার।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের তজুমুদ্দিন রোডে গাজী বেকারি,প্রশাসনের নাকের ডগায় দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে, বেকারির মালিক মোঃ বাসেদ।
অবৈধ বেকারি পরিচালনা, রুটি, কেক, বিস্কুট সহ যত খাবার প্রতিষ্ঠানিক কোন অনুমোদন নেই।
এমন প্রতিষ্ঠানের খাবারের অনুমোদন আছে? এমন প্রশ্নে দোকানের ব্যবসায়ী বাসেদ কোন উত্তর দিতে পারেন নি।
বাসেদ জানান, আমার কাগজপত্র ঠিক করার জন্য দিব।
স্থানীয়রা অভিযোগ করেন, এই বেকারির রুটি ও বিস্কুট খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এদের রুটি,বিস্কুট, কেক এসবের কোন অনুমোদন নেই, নেই কোন বিএসটিআইয়ের কোন কাগজপত্র।
বেকারিতে গিয়ে দেখা যায়, চারপাশে ময়লা ও অস্বাস্থ্য কর পরিবেশে তৈরি করা হচ্ছে বেকারি পন্য। মাছি ও কীটপতঙ্গ খাবারে বসছে।
স্থানীয়রা অভিযোগ, সরকারের প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে চলা বেকারিগুলোর দিক নজর রাখেন না। স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষায় কোন ব্যবস্থাই নেয় না।
দায়িত্ব পালন করা প্রতিষ্ঠানগুলো এদিকে নজর রাখবে এমনটাই দাবী।