বলিউডের ভাইজানের রেট এখন এক হাজার কোটি রুপি

বিনোদন ডেস্ক।।নিজের দর বাড়িয়ে ফের আলোচনায় বলিউডের ভাইজান সালমান খান। হাতে তেমন কোন ছবি নেই।‘কভি ইদ কভি দিওয়ালি’ মুক্তি পেতে পেতে বছর শেষ। এ সময় নিজের দর বাড়িয়ে অর্থ সম্পদ বৃদ্ধি চাওয়ার কারণ কি এ নিয়ে ভাবনার শেষ নেই ভক্ত মহলে।
বিগ বস ১৬ তে সঞ্চালনা বাবদ ১০০০ কোটি রুপি দাবী করেছেন সালমান খান। সালমানের এই চাওয়া শুনে বিগ বস ব্যবস্থাপকদের চক্ষু চড়কগাছ। বিগ বস ১৫ তে সঞ্চালনা বাবদ পারিশ্রমিক ছিলো ৩৫০ কোটি রুপি। যা বিগ বস ১৬ এর প্রায় তিন ভাগের এক ভাগ।
এখন বিগ বস নতুন প্রোগ্রামের চেয়ে সবার দৃষ্টি সালমানের চাহিদার দিকে। অবশ্য প্রযোজনা সংস্থার এ নিয়ে কোন বক্তব্য এ পর্যন্ত পাওয়া যায় নি।
তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয় পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সলমন। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন।
তবে মুম্বইয়ের সংবাদসংস্থা সূত্রে ধারনা করা হচ্ছে ,সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে ঝুঁকি নিতে চাইছেন না ভাইজান । তবে নিরাপত্তা জোরদার করতে গিয়েই সর্বস্বান্ত হয়ে পড়লেন কি না অভিনেতা, সে নিয়েও সংশয় দেখা দিচ্ছে।
জানা গিয়েছে, এ বারের ‘বিগ বস’-এর আবহে জল আর জল। থিমই নাকি মহাসাগর। ৫টি ধাপ উত্তীর্ণ হলে তবেই মূল শো-তে আসতে পারবেন প্রতিযোগীরা। সেই ধাপগুলি পেরিয়ে বিগ বস ১৬ তে যাঁদের উপস্থিতি এখনও অবধি নিশ্চিত বলে ধরা যাচ্ছে, সেই তালিকায় আছেন মুনাওয়ার ফারুকী, ফয়জল শেখ, শিভিন নারং এবং ভিভিয়ান সেনা। এ ছাড়াও প্রতিযোগীদের মধ্যে পুনম পাণ্ডে, অঞ্জলি অরোরা, অঙ্কিতা লোখান্দে, শাইনি অহুজার মতো আরও বহু তারকা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ধরা দেবেন ক্যামেরার সামনে।