বালিতে জি ২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক।।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে বালিতে গ্রুপ অফ ২০ (এ২০) দেশের নেতাদের এক সমাবেশে যোগ দেবেন না, ইন্দোনেশিয়ার একজন সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
পুতিনের প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, যিনি কার্যত একটি মিটিংয়ে যোগ দেবেন, মেরিটাইম ও বিনিয়োগ বিষয়ক সমন্বয়কারী মন্ত্রীর মুখপাত্র জোডি মাহার্দি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট গত কাল এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। সেই কথোপকথন থেকে তাঁর মনে হয়েছে, সম্ভবত রুশ প্রেসিডেন্ট বালির সম্মেলনে যোগ দিতে আসবেন না।
বস্তুত, পুতিনকে যাতে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ না করা হয়, তার জন্য ইন্দোনেশিয়ার সরকারের উপরে গত কয়েক মাস প্রবল চাপ সৃষ্টি করেছিল আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলি। তবে উইডোডো সরকার তাতে কর্ণপাত করেনি। জি-২০ গোষ্ঠী থেকে রাশিয়াকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। কিন্তু উইডোডো-র দাবি, এটা তাঁর একার সিদ্ধান্ত হতে পারে না। সব ক’টি সদস্য দেশকে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। উইডোডো-র আরও বক্তব্য, জি-২০ সম্মেলন রাজনীতি নিয়ে আলোচনার জায়গা নয়। এটি সম্পূর্ণ ভাবে একটি অর্থনৈতিক মঞ্চ।
সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকেও। তবে তিনি সাফ জানিয়েছেন, পুতিন এলে ওই সম্মেলনে তিনি যোগ দেবেন না।- রয়টার্স/আনন্দবাজার