বিলাতি মদ ব্যবসায় স্বামী-স্ত্রী :  ৩৬৮ বোতল মদ নিয়ে ধৃত

বিলাতি মদ ব্যবসায় স্বামী-স্ত্রী :  ৩৬৮ বোতল মদ নিয়ে ধৃত
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ৯ নভেম্বর।।কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং জিনাপাড়া এলাকা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাতি মদসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। 

ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে ৮ নভেম্বর রাত ১১ টায় এ অভিযান চালানো হয়। 
এসময় আটকরা হলেন, সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ (২৫) ও তার স্ত্রী জুনাইদা আক্তারকে (২১)।
উদ্ধার করা হয় বিলাতি গ্রেন্ড রয়েল হুইস্কি ২২১ বোতল, গ্রেন্ড মাষ্টার হুইস্কি ৪৫ বোতল ও আন্দামান গোল্ড বিয়ার ১০২ ক্যান।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, অভিযান চলাকালে পালিয়ে যায় একই এলাকার  সামছুল আলম (৫০), জসীম উদ্দিন (২৫), ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫)।
আটক ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।