বিশ্ব ইজতেমায় যৌতুক ছাড়া শতাধিক বিয়ে

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে বিনা যৌতুকের শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ই জানুয়ারি) ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে এ বিয়ে সম্পন্ন হয়।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা জহির রায়হান বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে বিয়েগুলো সম্পন্ন হয়। বিয়ের আগে বাদ আসর হাফেজ মাওলানা জুবায়ের বিয়ের খুতবা প্রদান করেন।
বয়ান শেষে সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্য খোরমা খেজুর বিতরণ করা হয়।