বাড়ী থেকে ডেকে বের করে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

বাড়ী থেকে ডেকে বের করে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ২৭ অক্টোবর ।। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-কুতুপালং ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ এবং মোহাম্মদ কাসিমের ছেলে ইয়াছিন।
বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর)  ভোর ৪ টার দিকে কুতুপালং ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকে জোড়া খুনের ঘটনা ঘটেছে।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন'র অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার  ভোরে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আয়াত উল্লাহ ও ইয়াছিনকে বাড়ি ভিতর থেকে ডেকে বের করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহত দুই রোহিঙ্গার মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে, এর আগে বুধবার ভোরে ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরও এক রোহিঙ্গা নিহত এবং একজন আহত হন। এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন মাঝি ও এক শিশুসহ ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন।