বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরার ৫ দিনের রিমান্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যার মামলায় তাঁর বান্ধবী বুশরাকে রিমান্ডে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করার পর সাতদিনের রিমান্ড চান রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা।
ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রিমান্ডে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আমাতুল্লাহ বুশরা বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
গত শুক্রবার (৪ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন ফারদিন। পরদিন রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা কাজী নূর উদ্দিন রানা। তিনি এতে উল্লেখ করেন, শুক্রবার বেলা তিনটার দিকে ফারদিন নূর পরশ ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বুয়েটে তাঁর আবাসিক হলের উদ্দেশে বের হন। পরদিন শনিবার সকালে পরীক্ষা ছিল তাঁর। তবে পরীক্ষায় অংশ নেননি তিনি।
পরে ফারদিনের বাবা খোঁজ নিয়ে জানতে পারেন, মেয়েবন্ধু বুশরার সঙ্গে রিকশায় রামপুরা গিয়ে নেমে যান ফারদিন। তিনদিন পর সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে নদীতে পাওয়া যায় তাঁর ভাসমান মরদেহ।