ভোর বেলা পরীমনির রক্তাক্ত বিছানার ছবি প্রকাশ, বিস্তারিত.......

বিনোদন ডেস্ক।।একের পর এক নিত্য নতুন রুপ নিচ্ছে পরীমনির সাথে রাজের সম্পর্ক। ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে একেক রূপে। মিডিয়ার ক্যামেরায় রাজ পরীর সম্পর্ক কখনো প্রেমের, কখনো নিষ্ঠাবান স্বামী-স্ত্রীর। আবার এখন সবাই পরিচিত হচ্ছে নতুন ভাবে যেখানে পরী একবার মধ্যরাতে জানিয়ে দেন রাজকে তার জীবন থেকে ছুটি দিয়েছেন। আবার আজ রবিবার ভোর ৫ টা বেজে ১৯ মিনিটে ফেইজবুকে রক্তাক্ত বিছানা এবং কোলবালিশের ছবি আপলোড দিয়ে জানিয়েছেন আগামীকাল প্রেস কনফারেন্স।
সাদা বিছানায় রক্ত কেন, আর কেনই বা প্রেস কনফারেন্স তার কোন উত্তর এখন পর্যন্ত না পাওয়া গেলেও সব কিছুই খোলাসা হবে প্রেস কনফারেন্স এটা নিশ্চিত।
এর আগে ৩১ ডিসেম্বর পরীমনি নিজেই এক ফেইজবুক পোস্টে জানিয়েছেন স্বামী শরিফুল আলম রাজকে জীবন থেকে ছুটি দিয়ে দিয়েছেন। এর পর থেকেই পরী ভক্তদের মধ্যে শুরু হয় গুঞ্জন। সব গুঞ্জনের ব্যাখ্যা রবিবারে প্রেস কনফারেন্সে দেবেন এমনটাই ধারণা করা হচ্ছে।
ফেইসবুক পোস্ট প্রসঙ্গে মন্তব্য জানতে পরী ও রাজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া মেলেনি।
গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর এ বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী।
পরে নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ১০১ টাকা দেন মোহরে তাদের বিবাহ সম্পন্ন হয়।
গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।