ভুয়া ডাক্তার স্বামীকে ছাড়াতে সরকারী গাড়ী নিয়ে নলছিটি স্বাস্থ্য কর্মকর্তা ৪দিন ধরে কক্সবাজার

ভুয়া ডাক্তার স্বামীকে ছাড়াতে সরকারী গাড়ী নিয়ে নলছিটি স্বাস্থ্য কর্মকর্তা ৪দিন ধরে কক্সবাজার
ছবি: সংগৃহীত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: চকরিয়া উপজেলার প্রাইভেট ভূয়া ডাক্তার হিসাবে গ্রেপ্তার স্বামী মোহাম্মাদ হুমায়ুন কবিরকে ছাড়াতে নলছিটি উপজেলা
স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার (টিএইচএ) সরকারী গাড়ী নিয়ে ৪দিন ধরে কক্সবাজারের অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার কক্সবাজারের চকরিয়া ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০হাজার টাকা জড়িমানা ও ৩ মাসের কারাদন্ড প্রদান করলে স্বামীকে ছাড়াতে স্ত্রী ডা. শিউলী পারভীন উর্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারী গাড়ী নিয়ে ছুটে গেছে বলে জানাগেছে। রবিবার ২০নভেম্বর নলছিটি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের এ্যাম্বুলেন্স চালক নাম প্রকাশ না করার শর্তে গাড়ী রাখার গ্যারেজ শূন্য অবস্থায় তালাবদ্ধ দেখিয়ে গাড়ী ম্যাডামের সাথে রয়েছে বলে জানিয়েছে।
   জানাগেছে, ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (টিএইচএ) ডা. শিউলী পারভীন এর স্বামী ও মুন্সিগঞ্জ সদরের টরকিচর ইউনিয়নের টরকি ইসলামপুর এলাকার দিদারুল আলমের ছেলে আটককৃত ভূয়া ডাঃ মোহাম্মাদ হুমায়ুন কবির কয়েক বছর ধরে চকরিয়া উপজেলায় এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়ে
জমজম প্রাইভেট হাসপাতালে চিকিৎসা বানিজ্য চালিয়ে আসছিল।
   গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের একটি টিম নিয়ে চকরিয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় ভূয়া ডাক্তারের প্রমান পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদ- দেয়া হয়। পরে ডা. শিউলীর স্বামী ভূয়া ডাক্তার হুমায়ুনকে পুলিশ কক্সবাজার কারাগারে প্রেরন করেন।
   খবর পেয়ে টিএইচএ ডা. শিউলী পারভীন গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিভিল সার্জনের কাছ থেকে মৌখিক ছুটি নিয়ে কর্মস্থল থেকে কক্সবাজারের ছুটে যান।
রবিবার নলছিটি উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসে এবিষয়ে নানা আলোচনা ও কানাঘুষা শুরু হলে সরকারী গাড়ী নিয়ে ডা. শিউলীর কক্সবাজারের অবস্থানের
খবর ছড়িয়ে পড়ে।
   এ বিষয় নলছিটি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (টিএইচএ) ডা. শিউলী পারভীনকে ফোন দিলে তিনি ছুটিতে আছেন বলে জানান। তার স্বামীকে ছাড়াতে
সরকারি গাড়ী নিয়ে কক্সবাজারের যাওয়া বিষয় জানতে চাইলে একজন কর্মকর্তার কাছে সাথে কিভাবে কথা বলতে হয়ে তা শিক্ষা নিয়ে সাংবাদিককে কথা বলতে বলেন। এ
বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার গাড়ী চালক মনিরের মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
    এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিন জানান, ডা. শিউলী পারভীন আমার কাছ থেকে মৌখিক ছুটি নিয়েছে জানালেও তিনি গাড়ী নেয়ার বিষয়ে
কোন লিখিত বা মৌখিক অনুমতি নেননি বলে নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি খোজ খবর নিয়ে অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন বলে জানান।