নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।।সানি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) এবং তার সহযোগী ইমতিয়াজ হাসান (২৪)।
সোমবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৮ ডিসেম্বর) রাতে র্যাব-৩ এর একটি দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে সানি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে চাকরী প্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতা মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) এবং সহযোগী ইমতিয়াজ হাসানকে (২৪) গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে একটি ভূয়া চাকরীর বিজ্ঞপ্তি এবং ছয়টি চাকরির আবেদনপত্র উদ্ধার করা হয়।
অধিনায়ক জানান, গ্রেফতাররা সানি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের অধীনে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণামূলকভাবে দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশী জনগণের কাছ হতে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।