মাইশার মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

মাইশার মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ই ডিসেম্বর) ডা. আহসান হাবিবসহ সার্জারি চিকিৎসক শরিফুল ইসলাম ও এনেস্থিসিয়া চিকিৎসক ডা. রনিকে আসামি করে রাজধানী রূপনগর থানায় মামলা দায়ের করেছেন মাইশার বাবা মোজাফফর হোসেন। এদের মধ্যে ডা. আহসান হাবিবের বাড়ি কুড়িগ্রামের রাজার হাটে। মামলায় অপর দুই আসামি ঠিকানা অজ্ঞাত দেখানো হয়েছে।

গত বুধবার (৩০শে নভেম্বর) সকালে মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পর মারা যায় মাইশা। পরে তাকে আইসিইউ সাপোর্ট দেয়ার কথা বলে পাশের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নেয়ার পর জানানো হয় মাইশার মৃত্যুর খবর। কোনকিছু বুঝে উঠার আগেই ডা. আহসান হাবিব ও ক্লিনিকের লোকজন এ্যাম্বুলেন্স ডেকে জোর করে লাশ বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে লাশের গোসল করানোর সময় দেখা যায় শিশুটির তলপেট অপারেশ করা। সেখানে ২০টি সেলাই দেয়া হয়েছে। রাতে সদর থানা পুলিশকে জানিয়ে শিশুটিকে বাড়ির আঙিনায় দাফন করে স্বজনরা। গত ৪ঠা ডিসেম্বর (রবিবার) বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। ৫ই ডিসেম্বর সকালে ঢাকার রুপনগর থানায় অভিযোগ করে শিশু মাইশার বাবা মোজাফ্ফর হোসেন। ওইদিনই অভিযোগটি মামলা হিসেবে রুজু করে রূপনগর থানা পুলিশ।

এ দিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এর আগে কুড়িগ্রাম শহরে বিক্ষোভ করে শিশুটির স্বজন ও এলাকাবাসী।রূপনগর থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, বাদী যে অভিযোগ করেছেন। সেটাই মামলা নেয়া হয়েছে। যখন অভিযোগ করেছে তখনি।