মোগলাবাজারে ৭ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ আটক ১ 

মোগলাবাজারে ৭ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ আটক ১ 
ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো।। দক্ষিন সুরমার মোগলাবাজারে ৭ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত আবুল মিয়া মোগলাবাজার থানার  মজবুর গ্রামের সুরুজ আলীর ছেলে। 

জানা যায়,৭ জানুয়ারি শনিবার রাতে পুলিশ পরিদর্শক (নিঃ)  মোঃ এস এম ওবায়দুল হক এর
 নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন ফেঞ্চুগঞ্জ রোডস্থ লিটন ব্রার্দ্রাস এন্ড কনফেশনশনারি সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় আবুল মিয়ার পকেট থেকে ৮৫ (পঁচাশি)  পিচ হালকা গোলাপি রঙ্গের  ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২৫ হাজার ৫ শত টাকা। 
এ ব্যাপারে এস আই (নিঃ) মোঃ আশরাফুল আলম বাদী হয়ে মোগলাবাজার থানায় এজাহার দাখিল করেছেন।