মেঘনায় ছাত্রদল ৮ নেতাকর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার।। কমিটিতে সিনিয়র ছাত্রনেতা এবং ত্যাগীদের অবমূল্যায়ন করা, টাকা লেনদেনের অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের কারণে কুমিল্লা উত্তর মেঘনা উপজেলা ছাত্রদলের ৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মেঘনা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ৮পদত্যাগী নেতার পক্ষে ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আসিফুল ইসলাম (আসিফ) বলেন, গত ৭ই ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালীন সময়ে মেঘনা উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে বিবাহিত ছাত্রলীগের একজন এবং ১৮ বছরের নিচে দুইজন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় আমরা বিস্মিত হয়েছি!
তিনি বলেন, আমরা আগামী দিনে দলকে সু-সংগঠিত ও আন্দোলন সংগ্রামে নেতৃত্বের জন্য সৎ, যোগ্য ও দলের জন্য নিবেদিত কর্মীদের সমন্বয়ে একটি নতুন কমিটি ঘোষণার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা করে, অতিশীঘ্রই সকলের সাথে সমন্বয় করে। মেঘনা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করার জন্য আহ্বান জানান।
পদত্যাগী নেতারা হলেন, সাইফুল ইসলাম ২নং যুগ্ম আহ্বায়ক, খায়রুল ইসলাম ৩নং যুগ্ম আহ্বায়ক, আলী আকবর ৯নং যুগ্ম আহ্বায়ক, মাহবুব হাসান (সজিব) ১০নং যুগ্ম আহ্বায়ক, মো: জসিম উদ্দিন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ইয়াসিন ভূইয়া সদস্য, আল ইমরান সদস্য, রনি হোসাইন সদস্য।