মেট্রোরেলের নিচ্ছিদ্র নিরাপত্তা দিবে র্যাব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা দিবে র্যাব। র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট,ডগ স্কয়াটসহ আকাশে র্যাবে হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হবে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার মঈন এ কথা বলেন।
কমান্ডার মঈন বলেন, আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) আমাদের স্বপ্নের মেট্রোরেল, বিজয়ের মাসে আমাদের আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সোনার বাংলার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল যাত্রী হিসেবে মেট্রোরেল উদ্বোধন করবেন। যেখানে দিয়াবাড়িতে একটি সমাবেশ হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী মেট্রোরেলে চড়ে আগারগাঁও পর্যন্ত যাবেন। আমরা এই বিজয়ের মাসে আরেকটি বিজয় পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা করেছি। এই ধরণের বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সুইপিং করে থাকি। আমাদের ডগস্কোয়ার্ড টিম যথানিয়মে সুইপিং করবে। পাশাপাশি আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল, চেকপোস্ট থাকবে। যেসব জায়গাতে আমাদের ভিভিআইপিরা যাবেন সেসব জায়গাতে আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। সাদাপোষাকে গোয়েন্দারা থাকবে। একইভাবে কৌশলগত স্থানে র্যাব অবস্থান করে বোম্বস্কোয়ার্ড, ডগস্কোয়ার্ড, স্পেশাল ফোর্স থাকবে। বিজয়ের এই সময়ে প্রধানমন্ত্রী মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাবেন এই সময়ে আমাদের হেলিকপ্টার টহলে থাকবে। আমরা একইভাবে এলাকাতে বিচরণ করব। আরেক র্যাবের মিডিয়া প্রধান বলেন, আমাদের হেলিকপ্টার থাকবে। আমরা উপর থেকে নজরদারি করব। মেট্রোরেল দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেটা আমরা মনে করি স্পেশাল নিরাপত্তা দেয়ার প্রয়োজন সেই স্থানগুলোতে র্যাবের গোয়েন্দা দল পাশাপাশি বিশেষ নজরদারি থাকবে। একইভাবে উচু ভবনগুলোতে (যে জায়গা থেকে নজরদারি করার প্রয়োজন) আমাদের গোয়েন্দারা ও পোষাকে সদস্যরা থাকবেন। স্পেশাল চেকপোস্ট করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, বিদেশিরা যাবেন সেখানেও গোয়েন্দারা নজরদারি ও টহল দল থাকবে।
উদ্বোধনের অনুষ্ঠানে কোনো ঝুঁকি আছে কি না জানতে চাইলে খন্দকার মঈন বলেন, এখন পর্যন্ত কোনো ঝুঁকির তথ্য নেই। সাইবার ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রেখেছি। এধরণের বড় অনুষ্ঠানে আমরা সব সময় প্রস্তুতি নিয়ে রাখি। যদি কোনো ধরণের নাশকতার সম্ভাবনা আদৌও থাকে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি তার প্রস্তুতি সব সময় থাকে।