মিডিয়ায় ঝড়: মিম নিতে চান আইনি পদক্ষেপ, পরীমনি করলেন স্ক্রিন শর্ট ফাঁস

বিনোদন ডেস্ক।।আবারো ইমেজ সংকটে চিত্রজগৎ। চলছে নায়িকাদের এক অপরকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। মিডিয়া পাড়ায় চলছে গুন্জন হরদম। সিনেপাড়ায় ফিরে আসা জৌলুসে পড়তে পারে ভাটা। সমালোচনা আলোচনায় এখন মুখর হয়ে আছে বাংলা সিনেমার দর্শক।
সামাজিক মাধ্যম তোলপাড়। চলছে পরীমনি এবং বিদ্যা সিনহা মিম এর ভার্চুয়াল যুদ্ধ। এক অপরকে নিয়ে করছেন কাদা ছোড়াছুড়ি। দিচ্ছেন বিভিন্ন সোস্যাল পোস্ট।
অভিযোগ, সিনেমার প্রেম এখন বাস্তবে ভর করেছে পরীমনির স্বামী চিত্র নায়ক শরিফুল আলম রাজ এবং মিম এর মনে।
দামাল সিনেমায় নায়ক শরীফুল ইসলাম রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিমের সহশিল্পীর ‘সম্পর্ক’ এবং ওই সিনেমার নির্মাতাকে নিয়ে ফেইসবুকে চিত্রনায়িকা পরীমনির একটি ফেইসবুক পোস্ট আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার গভীর রাত থেকে পরী মনির ওই পোস্টের পর বৃহস্পতিবার মিমের পাল্টা পোস্ট সোশাল মিডিয়ায় রীতিমত উত্তাপ ছড়াচ্ছে।
তিন লাইনের সংক্ষিপ্ত পোস্টে পরীমনি দামাল সিনেমার নির্মাতা রায়হান রাফিকে ‘দালাল’ আখ্যা দেন। নিজের স্বামী রাজ এবং অভিনেত্রী মিমের নাম ধরেই কথা বলেন।
এরপর মীম তার ফেইসবুক পোস্টে দাবি করেন, এক পক্ষ তার পথচলায় ‘ইর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাববেন।
এর মধ্যে আজ শুক্রবার তাঁর ফেজবুকে ফাঁস করলেন মিম এর একটি স্ক্রিন শর্ট। আবারো তোলপার শুরু। তবে এ নিয়ে এখন পর্যন্ত রাজ কিংবা মিম এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঘটনা যাই হোক না কেন, আজকাল রুপালী পর্দার তরাকাদের এ সকল কার্যকলাপ হল মুখী দর্শকদের উপর প্রভাব ফেলতে পারেন বলে অভিজ্ঞরা মনে করেন।