নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. বাচ্চু মিয়া ওরফে দানবল ওরফে দানসব। শনিবার (১১ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মতিঝিল পার্ক সংলগ্ন এলাকা থেকে মো. বাচ্চু মিয়া ওরফে দানবল ওরফে দানসবকে গ্রেফতার করা হয়।
অধিনায়ক জানান, আসামির বিরুদ্ধে ঢাকার পল্টন মডেল থানায় ২০২০ সালে একটি মাদক মামলা করা হয়। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।